ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

ময়মনসিংহ সিটিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন ও দোকান মালিকদের জরিমানা

ময়মনসিংহ সিটিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন ও দোকান মালিকদের সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) বুধবার দুপুরে পরিচালিত অভিযানে মৃত্যুঞ্জয় স্কুল রোড ও জেসিগুহ রোডের দুই নির্মাণাধীন ভবন এবং রেলির মোড় এলাকার এক টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় এ জরিমানা করা হয়।


মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি কার্যক্রমকে জোর দেওয়া হয়েছে। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের প্রচারের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


উল্লেখ্য, অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page